আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশিসহ ১৪১ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি দেশটির বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ১৪১ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) রাতে দেশটির পেরাক রাজ্যের ইপোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১০ জন স্থানীয় নাগরিকও রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

জানা গেছে, আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি রয়েছে। এছাড়া ৫২ জন চীনের, ৪১ জন ভিয়েতনামের, ২১ জন থাইল্যান্ডের, ৩ জন ইন্দোনেশিয়ার, একজন লাওস, ৪ জন মিয়ানমার, পরিচয়পত্রহীন একজন ও ১০ জন স্থানীয় নাগরিক রয়েছেন। আটকদের সবার বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ সামাজিক ভিজিট পাসের অপব্যবহার, বিদেশি মহিলারা গ্রাহকদের যৌন পরিষেবা সরবরাহসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *