মিতু হত্যা মামলায় ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়।
সাক্ষ্যদাতা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজমীর শরীফ। তিনি পিবিআই চট্টগ্রাম মেট্টো ইউনিটে কর্মরত রয়েছেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, মিতু হত্যা মামলায় আজমীর শরীফ নামে আরও একজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এখন পর্যন্ত মামলাটিতে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।