চট্টগ্রামমীরসরাই

মিরসরাইয়ের যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থীর

মিরসরাইয়ের যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার হাইতকান্দি ও ইছাখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এ প্রতিশ্রতি দেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্মার্ট সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মিরসরাইবাসীকে অগ্রাধিকারভিত্তিতে চাকরির ব্যবস্থান জন্য শিল্প মালিকদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করবো এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবো। মিরসরাইয়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো।

তিনি আরো বলেন, ‘আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে আমি শুধু মানুষকে সেবা দিয়ে গেছি। সেবা প্রদানের ক্ষেত্রে আমি কখনো দল বিবেচনা করিনি। আমার শরনাপন্ন হয়ে কেউ সেবা পায়নি এমন কোন নজির আমার জানা নেই। আমি অতীতে সুখে-দুঃখে মিরসরাইবাসীর সাথে ছিলাম, যতদিন বেঁচে থাকবো মিরসরাইবাসীর সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।

এর আগে সকালে কমলদহ, কমরআলী, সাহেরখালী, ডোমখালী, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হাদিফকিরহাট, বড়দারোগারহাট এলাকায় এবং বিকেলে ইছাখালী ইউনিয়নের সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, টেকেরহাট বাজার, মাদবারহাট বাজার, আবুরহাট বাজার, ঝুলনপোল বাজার, ৬ নং রাস্তার মাথা, ভূঁইয়ারোড় রাস্তার মাথা এলাকায় গনসংযোগ ও পথসভা করেন।

সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক পরিচালক দেলোয়ার হোসেন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রাসেদ, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *