চট্টগ্রাম

মোবাইল কোম্পানির টাওয়ার থেকে চুরি, সরঞ্জামসহ গ্রেপ্তার ২

মোবাইল কোম্পানির টাওয়ার থেকে চুরি যাওয়া সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

রবিবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন মতিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৮টি চোরাই লিথিয়াম ব্যাটারি ও ৬,৫০০ মিটার পাওয়ার ক্যাবল উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. শাহীন আলম (২৫) এবং মো. দিদারুল আলমকে (৪২)।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিপন কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত ১০টার সময় ডবলমুরিং থানাধীন মতিয়ার পুল এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার হতে চুরি যাওয়া পাওয়ার ব্যাকআপ ১১৮টি লিথিয়াম ব্যাটারি ও ৬৫০০ মিটার পাওয়ার ক্যাবলসহ চোর চক্রের সদস্য মো. শাহীন আলম (২৫) এবং মো. দিদারুল আলমকে (৪২) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *