খেলা

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে সাকিব ও তামিম

লম্বা সময় পর আবার একসঙ্গে খেলতে দেখা যাবে দেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। তবে সেটা দেশে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে। দেশটির সিক্সটি স্ট্রাইকার্স টি-টেন টুর্নামেন্টে ভিন্ন দুই দলের হয়ে চার-ছক্কার ঝড় তুলবেন দুই টাইগার ক্রিকেটার। অ

আগামী ৪ অক্টোবর মাঠে গড়াচ্ছে এনসিএলের সিক্সটি স্ট্রাইকার্স টি-টেন লিগ নামের এই আসর। ৬০ বলের এই টুর্নামেন্ট চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল।

টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। যেখানে আছেন জনসন চার্লস, হ্যারি টেক্টর, রুম্মন রাইস, হাশমতুল্লাহ শাহিদিরা। দলটার প্রধান কোচ মিকি আর্থার।

অন্যদিকে টেক্সাস গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। টেক্সাসে তার দলে আছেন শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, কুশল পেরারার মতো ক্রিকেট আকাশের তারারা।

কদিন আগেই রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি। এরপর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যাট হাতে না পারলেও বল হাতে সেখানেও মুন্সিয়ানা দেখাতে পেরেছেন তিনি।

অন্যদিকে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে লম্বা সময় পর খেলার মাঠে দেখা যাবে তামিমকে। একই সঙ্গে তিন বছর পর আবারও কোনো বিদেশি লিগে খেলার আমন্ত্রণ পেলেন দেশের সাবেক অধিনায়ক। গত বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। আসন্ন ভারত- বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, আবুধাবি টি-টেন টুর্নামেন্ট এবং জিম-আফ্রো টুর্নামেন্টের মতো যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকার্স টি-টেন লিগেও খেলা চলবে ৯০ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *