খেলা

যে কারণে বাংলাদেশে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক

তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল মাসে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। যেখানে টি-টোয়েন্টি কিংবা ওয়ানডের উভয় সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল।

দুই সংস্করণেই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক এলিসা হিলি। আর এবারই প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। দুই সিরিজেই সাফল্য পেয়ে উচ্ছ্বসিত তিনি। গতকাল মিরপুরে সিরিজ শেষ করে সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশকে নিয়ে নিজের মুগ্ধতার কথা।

হিলি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জেনে খুবই ভালো লেগেছে। আমি আসলে এতটা জানতাম না। গতকাল হাই কমিশনের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। অনেক মজার মজার গল্প শুনেছি। আগের চেয়ে অনেক বেশি কিছু জেনে এবার বাড়ি ফিরছি। আমি বাংলাদেশ নিয়ে আরও জানতে চাই, সামনে যখন আসব আরও অনেক প্রশ্ন হয়ত মাথায় ঘুরপাক খাবে।’

বাংলাদেশের আতিথেয়তায় খুশি হয়ে হিলি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। আমাদের অনেক যত্ন করেছে। বাইরে খুব বেশি ঘুরা-ঘুরির সুযোগ হয়নি। তবে হোটেলে প্রতিটি সকালে দারুণভাবে অভ্যর্থনা জানানো হতো। এখানে আসতে পেরে, আতিথেয়তা নিতে পেরে খুব সৌভাগ্যবান মনে করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *