জাতীয়

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ‘নৌকা’য় ভোট চাইতে এখন রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি রংপুরে পৌঁছে তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভাস্থল তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ। তিল ধারণের মতো জায়গা নেই।

এই মাঠেই রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই প্রবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার আগে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সভা শুরু হয়েছে। এখন বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ।

মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের কর্মী রেজাউল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকন্যা আসছেন আমাদের মাঝে। আমরা খুবই আনন্দিত উৎফুল্ল। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। আফরোজা সরকার নামে আরেক নারী কর্মী জানান, ভোরে পরিবারের জন্য রান্না শেষ করে প্রধানমন্ত্রীর সভায় এসেছি। কাছ থেকে প্রধানমন্ত্রীকে যেন দেখতে পারি সেজন্য সকাল সকাল অপেক্ষা করছি।

সকালে বিশাল একটি মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় তিনি বলেন, সভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা গর্বিত। আমাদের এই আসনের ভোটাররাও গর্বিত। কেননা প্রধানমন্ত্রী এলে উন্নয়ন আরও সহজ হয়ে যায়। তিনি প্রত্যাশিত উন্নয়ন করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *