রমজানের আগে কক্সবাজারে বাজার মনিটরিংয়ে প্রশাসন
রমজান মাসের আগে বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কক্সবাজার জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান শুরু হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকাল ৪টায় কক্সবাজার শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ দেওয়া হয় এবং পণ্যের দামের তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়।
এডিএম মো. ইয়ামী হোসেন বলেন, যদি কোন ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, রমজান মাসে বাজারে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে থাকে। এই অভিযানের মাধ্যমে আমরা বাজারে নিয়ন্ত্রণ রাখতে চাই এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে চাই।
এই অভিযানের ফলে বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন ভোক্তারা।