রাউজানে শ্রমিক লীগ নেতাকে হত্যা, হত্যাকারীদের সন্ধানে পুলিশ
রাউজানে শ্রমিক লীগ নেতা আবদুল মান্নানকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। মান্নান রাঙামাটির বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতবুনিয়া থেকে ধাওয়া করে তাকে রাউজান এনে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।
নিহতের আত্মীয় মো. জিরামন জানিয়েছেন, রাঙ্গুনিয়া থেকে আবদুল মান্নানকে কয়েকজন ধরে নিয়ে এসে জলিলনগরের একটি মার্কেটে মারধর করে। পরে তারা তাকে চৌধুরী মার্কেটের পাশে ফেলে চলে যায়। মৃতদেহটি জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি লিখেছিলেন, “আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভুলা যাবে না।”
কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর জানিয়েছেন, মান্নানের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। তবে মামলা রাউজান থানায় করতে হবে।
হত্যার কারণ এখনও অস্পষ্ট। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।