কক্সবাজারচট্টগ্রাম

রাখাইনে সংঘাত তীব্র, বাংলাদেশে অনুপ্রবেশ করছে হাজার হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করছে। সীমান্তের বাসিন্দারা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত।

সূত্র জানিয়েছে, রাখাইনের মংডু টাউনশিপে সরকারি বাহিনী ও আরাকান আর্মিসহ বিদ্রোহী গোষ্ঠীর লড়াই তীব্র আকার ধারণ করেছে। গত শুক্রবার রাত থেকে মর্টারশেল ও বোমা বিস্ফোরণের শব্দ টেকনাফেও শোনা যাচ্ছে।

গত দুই সপ্তাহে প্রায় ১২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে এবং আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে বলে সূত্র জানিয়েছে।

টেকনাফের জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানিয়েছেন, রাতের অন্ধকারে নৌকাযোগে নাফ নদী পেরিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হলেও দালালের মাধ্যমে অনেকেই ঢুকে পড়ছে।

অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জানিয়েছেন, রাখাইনে যুদ্ধের কারণে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রাণ বাঁচাতেই তারা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন।

বিজিবি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং অনেক রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার জানিয়েছেন, নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *