চট্টগ্রামপার্বত্য চট্টগ্রামরাজনীতি

রাঙামাটিতে পুলিশ-যুবদলের ব্যানার ‘টানাটানি’

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে রাঙামাটিতে মিছিল করেছে জেলা যুবদল। মিছিল শেষে জেলা শহরের নিউ মার্কেট চত্বরে বক্তব্য চলাকালে সমাবেশে ব্যানার নিয়ে নেতাকর্মী ও পুলিশের মধ্যে টানাটানির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুলাইল বিকেলে নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।
যুবদল নেতাদের অভিযোগ, সমাবেশস্থল থেকে মাইক পরিবহন করা সিএনজি অটোরিকশাটি নিয়ে গেছে পুলিশ।
 
রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি নিউ মার্কেট সামনে জড়ো সমাবেশ শুরু হয়। সমাবেশের শেষের দিকে পুলিশ আমাদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে, টানাটানি শুরু করে। এক পর্যায়ে সমাবেশে ব্যবহৃত মাইক ও মাইক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি নিয়ে যায়।
 
সায়েম আরও বলেন, আমাদের নতুন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচিও করতে দেওয়া হচ্ছে না।
 
জেলা যুবদলের মিছিল ও সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীনসহ জেলা, নগর ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
জানতে চাইলে রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী বলেন, যুবদলের সমাবেশ প্রায়ই বিএনপি অফিসের সামনে করে, আজকে তারা নিউ মার্কেটের দিকে চলে গেছে। ব্যানার ও মাইক কেড়ে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *