রাজনীতি

রাজু ভাস্কর্যের সামনে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা আন্দোলনকারীদের নিয়ে অপমানজনক বক্তব্য প্রত্যাহার ও একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় এ কর্মসূচি। ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় সমাবেশে।

এর আগে মিছিল নিয়ে যার যার ক্যাম্পাস থেকে রাজু ভাস্কর্যের দিকে আসে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবির কথা বলে যাচ্ছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *