রামুতে লোকালয়ে হাতির পাল, আহত ২
রামুতে বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে এসেছে। এ সময় হাতির আক্রমণে স্থানীয় এক নারীসহ দুজন আহত হয়েছেন। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হাতির আক্রমণে আহতরা হলেন কাউয়ারখোপ উখিয়ার ঘোনা পশ্চিম গনিয়াকাটা এলাকার মোহাম্মদ উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জুনাইদ (২০)।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা পশ্চিম গনিয়াকাটা এলাকায় হাতির পালটি দেখতে পান স্থানীয়রা।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান জানান, হাতির আক্রমণে আহত হয়ে দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা জানান, হাতির পালটিতে দুটি বাচ্চাসহ মোট ৬টি হাতি দেখা গেছে। আজ বেলা ৩টা পর্যন্ত হাতির পালটি লোকালয়েই অবস্থান করছিল। হাতির পাল দেখতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। এতে হাতিগুলো আরও ভীত-সন্ত্রস্ত হয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। গ্রামবাসীর জানমাল রক্ষা এবং হাতিগুলো বনে ফেরানোর চেষ্টা চলছে। এজন্য ঘটনাস্থলে বিজিবি, র্যা ব, পুলিশ ও বনবিভাগের লোকজন কাজ করছে। এ সময় হাতির আক্রমণে দুই গ্রামবাসী আহত হয়েছেন।