রোজমর পাড়া রূপালী ও একতা সংঘের দুদিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন
সাতকানিয়া পৌরসভার রোজমর পাড়ার ঐতিহ্যবাহী সংগঠন রূপালী ও একতা সংঘের উদ্যোগে দু’দিন ব্যাপী সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোজমর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত এ সীরাতুন্নবী (স.) সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি।
বৃহস্পতিবার শুরু হওয়া এ মাহফিলের প্রথম দিবসে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা ছিল মাওলানা লুৎফর রহমানের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ইসলামী চিন্তাবিদ এ মাহফিলে ওয়াজ পেশ করেন।
তাঁরা হলেন, শাহ মাওলানা হাফেজ নুর হোসাঈন, মাওলানা শায়েখ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ড. আ ফ ম. খালিদ হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মুহাম্মদ আইয়ুব, হাফেজ মাওলানা রেজাউল করিম
শাহ মাওলানা আব্দুল হাই নদভী, মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, আল্লামা ড. শহীদুল ইসলাম বারাকাতী, শায়েখ মাওলানা মাহামুদুর হাসান, হাফেজ মাওলানা হোসাইন আল মাহমুদ, মাওলানা কফিল উদ্দীন, মাওলানা আবুল কাসেম, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন খতিব, রোজমর পাড়া কেন্দ্রিয় জামে মসজিদ।
কোরআনে করিম থেকে তেলাওয়াত করেন বিশ্বনন্দীত আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ জাকারিয়া ও ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী জয়নাল আবেদীন, সুরের মোহনা শিল্পগোষ্ঠী শিল্পী এডভোকেট জুনাইদ শিবলী ও সৃজন সাবিক। এ ছাড়াও মাহফিলের প্রথম দিবস শুরুর পূর্বে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের পরিচালনায় ফ্রি চক্ষু সেবা দেওয়া হয়।