চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় এক স্কুল সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজানে অবস্থিত ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলুর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

রবিবার দুপুর ১২টার দিকে স্কুলের মাঠে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাউজান’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা সভাপতির পদত্যাগ দাবি করে। তারা “এক দফা এক দাবি, সভাপতিত্ব ছেড়ে যাবি” স্লোগান দিয়ে বিক্ষোভ করে।

বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্ররা জানিয়েছে যে, বর্তমান গভর্নিং বডির সভাপতি মুজিবুর রহমান দুলু দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্কুলে চরম বৈষম্যের পরিবেশ সৃষ্টি করেছেন, যা তারা আর মেনে নিতে পারছে না। তারা দাবি করেছে, আজ দুপুরের মধ্যে সভাপতিকে পদত্যাগ করতে হবে।

এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কান্তি পাল একুশে পত্রিকাকে জানিয়েছেন, শিক্ষার্থীরা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে এবং পরে একটি লিখিত বিবৃতি তাঁর কাছে জমা দিয়েছে। এই বিবৃতিতে শিক্ষার্থীরা আজ দুপুরের মধ্যে স্কুল সভাপতি দুলুকে পদত্যাগ করার জন্য আল্টিমেটাম দিয়েছে। প্রধান শিক্ষক এই বিষয়টি স্কুল সভাপতিকে অবহিত করেছেন বলেও জানান।

জানতে চাইলে এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলু একুশে পত্রিকাকে বলেন, ‘ওরা না চাইলেও তো আমি সভাপতির পদ ছেড়ে দিতাম। আন্দোলন করতে হবে কেন? আমাকে বললে তো এমনিতেই সরে যেতাম। ওটা তো আমার বাপের সম্পত্তি নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *