লোহাগাড়ায় চুলার আগুনে পুড়ল ৬ পরিবারের বসতঘর
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, ধান, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে ৮ টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের গোল মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন- মোহাম্মদ শফিকুর রহমান শফি, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ ইলিয়াছ, মোস্তাক আহমদ, মনজুর ও বাবুল।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির একুশে পত্রিকা বলেন, সকালে শফিকুর রহমানের বাড়িতে রান্না করার জন্য চুলায় আগুন দেওয়া হয়। রান্না শেষে বাড়ি থেকে পরিবারের সদস্যরা নিয়মিত কাজে বের হয়ে যান।
এরপর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ৬টি পরিবারের বসতঘর পুড়ে যায়।
স্থানীয় জাহেদুল ইসলাম একুশে পত্রিকাকে জানান, ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মধ্যে ইলিয়াস ও ফরিদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করেন। আগুন লাগার সময় তাদের বাড়ি তালাবদ্ধ ছিল। যার কারণে তাদের বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালামাল কিছুই বের করা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র একুশে পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবুও ৬ পরিবারের ৩টি সেমিপাকা বসতঘর পুড়ে যায়। চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি আনুমানিক ৪ লাখ টাকা।