চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় ২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন সময়ে চুরি যাওয়া ২৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মোবাইল উদ্ধারে গঠিত টিমের প্রধান সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম রাশেদ।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মুশফিকুর রহমান বলেন, গত মাসে আমার মোবাইলটি হারিয়ে গেলে আমি থানায় জিডি করি। ফোনটি ফিরে পাবো আশা করিনি। হঠাৎ থানা থেকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, আমার হারানো মোবাইলটি তারা উদ্ধার করেছেন। ফোনটি উদ্ধার করে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানাই।’

মোবাইল ফিরে পাওয়া আ ন ম আবদুল্লাহ বাবলু বলেন, ‘একটি সামজিক অনুষ্ঠানে মোবাইলটি হারিয়ে গিয়েছিল। পরে থানায় জিডি করি। পুলিশের সহায়তায় প্রায় দুই মাস পর ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। ওসি সাহেব ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ।’

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে প্রকৃত মালিকদের কাছে এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে পুলিশ বাহিনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বিষয়ে সফলতা পাচ্ছে। মোবাইল উদ্ধারে থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমই বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এই কাজটি করতে পেরে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *