লোহাগাড়ার ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে এক ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপেজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিক হলেন, বশির আহমদ। তিনি উপজেলার চরম্বা বিবিরবিলা এলাকার সিবিএম-৩ ইটভাটার মালিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপেজলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, এলাকার এক কৃষক মাটির টপসয়েল কাটার অভিযোগ পেয়ে গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মাটি কাটার স্কেভেটর জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। পরদিন সকালে ফসলি জমির মাটি কাটার অপরাধে বশির আহমদ নামের এক ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।