বিনোদন

শাকিবের ‘তুফান’ নিয়ে যা বললেন বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গত ঈদে ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমা দিয়ে আলোচিত হয়েছিলেন এই নায়িকা। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও বুবলীকে নিয়ে ভক্ত-সমালোচকদের মধ্যে আলোচনা-সমালোচনা তুঙ্গে। পাশাপাশি শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলীর পরোক্ষ ‘রেষারেষি’র সাক্ষী হন দর্শকেরা। সেই সুবাদে ক্যামেরার সামনে শাকিব খানের প্রসঙ্গ চলেই আসে। ‘রাজকুমার’-এর মতো এবার ‘তুফান’ নিয়েও বুবলীকে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। ‘তুফান’ নিয়েও ইতিবাচক জবাব দিয়েছেন বুবলী।

বেসরকারি টেলিভিশন বিজয় টিভিতে প্রচারিত হয়েছে বুবলীর সাক্ষাৎকার। ‘তুফান’ এবং বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে বুবলী বলেন, ‘জমবে মানে কী? মানে, আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রিই চাই সব সময়। জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা।’ ‘তুফান’-এর টিজার কেমন লাগল, প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘খুব ভালো হয়েছে, সত্যি।’
পুরো সাক্ষাৎকারেই সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্তা নিয়ে কথা বলেন বুবলী। আর সামাজিক মাধ্যমে এসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপও নিয়েছেন নায়িকা। ভাটারা থানায় করেছেন জিডি।

এই প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘অনেক সিনিয়র শিল্পী, যাঁরা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলেন, তাঁদের প্রতি আসলে সম্মানের স টাও তখন থাকে না। মনে হয়, সোশ্যাল মিডিয়াতে আমাকে সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়। শুধু বুবলী হিসেবে বা নায়িকা হিসেবে নয়, আমি চাই, মেয়েদের বিরুদ্ধে এমন সাইবার বুলিং বন্ধ হোক।

গত ৬-৭ বছরে আমাকে যে পরিমাণ সাইবার বুলিং করা হচ্ছে, মে বি আমাকে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়। হয়তোবা আমি এটা নিয়ে কখনো উচ্চবাচ্য করিনি, কথা বলিনি বলে অনেকেই সেটাকে সুযোগ হিসেবে নিয়েছেন। মিথ্যা, ভিত্তিহীন বিষয়গুলো সমাজে ঘৃণা ছড়াচ্ছে। এটা আমার এবং শিল্পীদের জন্য আমি সাধারণ ডায়েরি করেছি। আমি চাই, এটার সঠিক বিচার হোক। আমি কাজ করছি, আমার কাছে মনে হয়, এই বুলিংগুলো বন্ধ হোক। এর বিচার হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *