শিক্ষা খাতে সরকারের উন্নয়ন অতুলনীয়
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি বলেছেন, শিক্ষা খাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়। অবকাঠামোর উন্নয়নসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করেছে তাঁর সরকার।
বুধবার সকালে বোয়ালখালীর পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরও উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে। সরকারি নীতিমালায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম বাবুলের সভাপত্বিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র জহরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা এম এ ঈসা, শফিকুল আলম, আবছার হীরা, এস এম জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, কাউন্সিলর তারেক রহমান তারেক, রাবেকা সুলতানা মনি প্রমুখ।