চট্টগ্রাম

শেখ হাসিনা গরিবের আশ্রয়স্থল: নোমান আল মাহমুদ

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের মাথা গোঁজার ঠাঁই করছেন। তাদের অন্নের ব্যবস্থা করছেন। আর বিএনপি জামায়াত হরতাল-অবরোধের নামে তাদের পেটের খাবার কেড়ে নিচ্ছে। তাদের জ্বালাও-পোড়াও বরদাস্ত করা হবেনা। আওয়ামী নেতাকর্মীরা এসব রুখে দিবে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে।

সোমবার ( ১৩ নভেম্বর ) বিকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের হলরুমে উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে। এ কর্মসূচি দরিদ্র হ্রাসে ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপকারভোগীদের প্রতি আবারও তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্যানেল মেয়র কাউন্সিলর তারেকুর রহমান তারেকের সভাপতিত্বে আবদুল কাদের বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা এম এ ঈসা, শফিকুল আলম, নুরুল আবছার হিরা এস এম জাকারিয়া, আবুল কাশেম, রেবেকা সুলতানা মনি, রেহেনা আক্তার পারভিন, এস এম বোরহান উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *