শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল
লাখো বাঙালির রক্তে অর্জিত স্বাধীনতার আজ ৫৪ বছর। ১৯৭১ সালে শুরু হওয়া ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাঙালি জাতি। তাই তো বছর ঘুরে এই দিনটি এলেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা আর ফুলে ভরে যায় সৌধের বেদি। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সেই বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে জাতি।
মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এরপর শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।
এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর দেশি-বিদেশি কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সৌধ প্রাঙ্গণ।
এর পর পর্যায়ক্রমে প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।
সকালেই ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। আর লাল-সবুজের পতাকায় ছেয়ে যায় সৌধ প্রাঙ্গণ।