শ্রীলঙ্কা সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি
প্রায় দেড় মাসের বিপিএল ব্যস্ততা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী সোমবার (৪ মার্চ) থেকে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের এই মিশন।
এরই মধ্যে ভেন্যুর টিকিট মূল্য ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সিলেট স্টেডিয়ামে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইস্টার্ন গ্যালারি ৩০০ এবং ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা।
এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে হলে খরচ করতে হবে সর্বোচ্চ দেড় হাজার টাকা। সিরিজের আগেরদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, লাক্কাতুরা টিকিট কাউন্টারের মূল গেট ও সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট।
আগামী ৪ মার্চ শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে সিলেটে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৬ মার্চ। সিরিজের শেষ ম্যাচে ৯ মার্চ মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।