চট্টগ্রাম

‘সবজির জোগান ও মজুদ পর্যাপ্ত’

ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির পর বাজারে ক্রমে বাড়ছে সবজির সরবরাহ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে এমন চিত্র উঠে এসেছে।

রোববার (২৫ আগস্ট) নগরেরর রিয়াজউদ্দিন বাজারে তদারকি অভিযান পরিচালনা করে অধিদপ্তর।

অধিদপ্তরের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, তদারকিকালে কাঁচামরিচ পাইকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা ও খুচরায় ৩৫০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

অন্যান্য সবজির জোগান ও মজুদ পর্যাপ্ত দেখা গেছে।

তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে ৬টি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে অধিদপ্তরের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *