চট্টগ্রাম

সাংবাদিকদের ‘১৫ সেকেন্ডে ফিনিশ’ করে দেওয়ার হুমকি সমন্বয়ক রাফির

সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেওয়ার হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক ও চার সহসমন্বয়কের পদত্যাগের সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই হুমকি দেন বলে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে।

এরি মধ্যে সাংবাদিকদের হুমকি দিয়ে রাফি যে বক্তব্য দিয়েছেন তাও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাংবাদিকের হুমকি দিয়ে সমন্বয়ক রাফি বলেন, আমরা হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। ১৫ সেকেন্ডও লাগবে না।

‘যখন সাংবাদিক ছিলো না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিলো, তখন কিন্তু আন্দোলন চলেছে। এত এত খুন হয়েছে, এত এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে,’ বলেন তিনি।

সম্বনয়ক রাফি বলেন, আপনারা (সাংবাদিক) কিন্তু এটা ভাইবেন না যে, এইগুলা ছড়ায়ে আপনারা রেহাই পাবেন। আপনারাও কিন্তু রেহাই পাবেন না। একদম ১৫ সেকেন্ডে ফিনিশ করে দিবো।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির একজন সমন্বয়ক ও চার সহসমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *