সিদ্ধান্ত ছাড়াই শেষ ঢাবির জরুরি সিন্ডিকেট সভা
কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জরুরি সিন্ডিকেট সভা। বুধবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে রেজিস্ট্রার ভবনে সিন্ডিকেট সদস্যদের বৈঠক শুরু হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি মিটিং করেন তারা। প্রায় ঘণ্টাখানেক মিটিং করলেও সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বৈঠক শেষে বেরিয়ে আসেন সিন্ডিকেট সদস্যরা।
এদিন সকাল থেকেই রেজিস্ট্রার ভবন এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি সংবাদকর্মীদের। বৈঠক শেষে পুলিশ ও বিজিবির পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন সদস্যরা।
সেখানে দ্বিতীয় দফায় বৈঠক করবেন বলে জানিয়েছেন তারা। এর পরেই সিদ্ধান্ত জানা যাবে।