সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারাস্থ সিন্দুকছড়িতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক আয়োজিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শান্তি, শৃঙ্খলা ও দুর্গাপূজা নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা।
সভায় গুইমারা সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল উদ্দিন, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা মন্দির ও পূজা কমিটির সভাপতি চন্ডী বাবুল, মানিকছড়ি মন্দির ও পূজা কমিটির সভাপতি টিটু পাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, অপহরণ, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।