চট্টগ্রামসীতাকুন্ড

সীতাকুণ্ডে উদ্ধার হল বিদেশি মদের চালান, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭২ বোতল মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আবদুল্লাহ (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে পুলিশ। তবে পুলিশ দেখে পালিয়ে যান পিকআপের চালক।

মো. আবদুল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধ্য মাটুয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পিকআপের চালক মো. জুয়েল ও গ্রেপ্তার আবদুল্লাহকে আসামি করে সীতাকুণ্ড থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম। পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের দাম ৫ লাখ ১৬ হাজার টাকা। আর জব্দ করা গাড়ির দাম প্রায় ১২ লাখ টাকা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, আজ ভোরে পুলিশের একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেখপাড়া এলাকায় বাদশা মিয়া বিল্ডিংয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে অবস্থান করছিল। ভোর সাড়ে ৪টার দিকে দ্রুতগতিতে আসা একটি পিকআপকে তাঁরা থামার সংকেত দেন। এতে পিকআপটি পুলিশের সামনে এসে থামলেও চালক পালিয়ে যান। পরে পিকআপ তল্লাশি করে ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ চোরাচালান করতেন। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বেশি দামে এসব মদ বিক্রি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *