সুইডেনে দূতাবাসে হামাসের হামলার পরিকল্পনা : ইসরায়েলের
সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এমন অভিযোগই সামনে এনেছে ইসরায়েল। এর আগে গত মাসে ইউরোপের কয়েকটি দেশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা ঘোষণা করে।
রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করার জন্য হামাসকে অভিযুক্ত করেছে ইসরায়েল। এর আগে গত মাসে ডেনিশ, জার্মান এবং সুইডিশ কর্তৃপক্ষ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা ঘোষণা করে।
সেই গ্রেপ্তারের ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সুইডেনে হামাস নেটওয়ার্কের একজন কথিত সদস্যের নাম সামনে এনেছে। যদিও তিনি গ্রেপ্তার হয়ে হেফাজতে আছেন কিনা তা উল্লেখ করা হয়নি।
রয়টার্স বলছে, ইসরায়েলের এই অভিযোগের বিষয়ে হামাসের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে এই স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলেছিল, তার নীতি হচ্ছে ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকাতেই কেবল তাদের আক্রমণ সীমাবদ্ধ রাখা। মূলত তারা এমন সমস্ত অঞ্চল আক্রমণ চালাতে চায় যেখানে তাদের লক্ষ্য একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।