সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উৎসব
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ৫ম বারের মতো এবারও উদযাপন করা হলো ঈদ উৎসব।
শুক্রবার (৫ এপ্রিল) নগরের একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল স্মরণে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসবের আয়োজন করে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব-২০২৪ উদযাপন কমিটি।
উৎসবে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
৩৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ন কবির রানা ও বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস মাসুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রধান বক্তা চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম, আলোচক ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, বিশেষ অতিথি বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য নুরুল আজিম রনি, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক বরকত উল্লাহ, দপ্তর সম্পাদক মো. সগির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাদশা, ৩৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদিকা তাহমিনা আক্তার, মহানগর ছাত্রলীগের উপ গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাশেদ, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইদ্রিস, শ্রমিক নেতা মহিউদ্দিন কবির, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন, নাইম, মানিক, ৪০নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ জাহেদ প্রমুখ।