জাতীয়রাজনীতি

স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে : ভাসানী অনুসারী পরিষদ

মহান স্বাধীনতার সোনালি অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিম।

একইসঙ্গে তারা দাবি করে বলেন, দেশপ্রেমিক ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাতে এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতারা।

বিবৃতিতে তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আযমের ছেলে সেনাবাহিনীর বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন। আমরাও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আযমী সাহেবের বক্তব্যে আমাদের স্বাধীনতাবিরোধী চক্রটি উৎসাহিত হয়েছে।

এদিকে আযমী সাহেব হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার। পিতৃ পরিচয়ের কারণে হাসিনা সরকার তাকে চাকরিচ্যুতসহ তার ওপর অমানবিক নির্যাতন চালায়। আয়নাঘরনামীয় নির্যাতন প্রকোষ্টে দীর্ঘ ৮ বছর আটকে রাখে। এ ৮ বছর সময়কালে তার পারিবারিক জীবনেও ঘটে নানা দুর্ঘটনা।

বিবৃতিতে তারা বলেন, পিতৃপরিচয়ে একজন নাগরিকের ওপর এভাবে নির্যাতনকারীদের ঘৃণা এবং ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। তার প্রতি আমাদের আন্তরিকতা ও সহমর্মিতা রয়েছে।

এ নেতৃদ্বয় মনে করেন, নির্যাতনে মানসিক বিকারগ্রস্ত হয়ে সে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনসহ কিছু বক্তব্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কটাক্ষ করেছে।

অপরদিকে তার এ বক্তব্যে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। যাদের আশ্রয় ও প্রশ্রয়ে স্বাধীনতাবিরোধী চক্রটি আমাদের সোনালি অর্জনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে, জাতি তাদের কখনও ক্ষমা করবে না। একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *