হাজারীগলির বৈদ্যুতিক খুটিতে আগুন, ৩০ মিনিটে নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত হাজারীগলি এলাকায় একটি বৈদ্যুতিক খুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে হাজারীগলির আজম প্লাজা মার্কেটের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রাজন চক্রবর্তী বলেন, হঠাৎ হাজারীগলির আজম প্লাজা মার্কেটের সামনে একটি বৈদ্যুতিক খুটিতে রাখা ইন্টারনেটের তারে আগুন জ্বলতে দেখা যায়। পরে তা খুটির নিচে একটি মোমবাতির দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় পথচারিদের ছোটাছুটি করতে দেখা যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হিরুল আলম বলেন, ‘খবর পেয়ে স্টেশন থেকে দুইটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বৈদ্যুতিক খুটির নিচে থাকা একটি দোকানের আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে’।