দেশজুড়ে

হিমাগারে ২ লক্ষাধিক ডিমের সন্ধান, বাজারে বিক্রির নির্দেশ

বগুড়া সদরের আরও একটি হিমাগার থেকে কৃত্রিম সংকটের জন্য মজুদ রাখা ২ লাখ ১৮ হাজারের বেশি ডিমের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। ডিমগুলো উদ্ধারের পর তা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরে সদর উপজেলার এরুলিয়া এলাকার কাফেলা হিমাগারে অভিযান চালিয়ে মজুদ রাখা এসব ডিম উদ্ধার করা হয়।

বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার জানান, কাফেলা হিমাগারে আলুর সাথে একই চেম্বারে বিপুল পরিমাণ ডিম মজুদ রাখা হয়েছে- এমন খবরে সেখানে অভিযান চালান তারা।

অভিযানে হিমাগারটি থেকে এক মাসেরও বেশি সময় ধরে মজুদ রাখা ২ লাখ ১৮ হাজার ১৭৯টি ডিম পাওয়া যায়। বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্যই তিন ব্যবসায়ী হিমাগারে ডিমগুলো সংরক্ষণ করেছিলেন বলে জানান সহকারী কমিশনার। পরে অবৈধভাবে ডিম মজুরের দায়ে হিমাগার মালিককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে পাশের উপজেলা কাহালুর আফরিন হিমাগার থেকে অবৈধভাবে মজুদ প্রায় পাঁচ লাখ ডিম উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। পরে, সাত দিনের মধ্যে তা বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *