১ কোটি পরিবারকে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শুরু
সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড। এ মাসেই ২০ লাখ পরিবারকে নতুন স্মার্টকার্ড দেওয়া হবে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিতরণ ব্যবস্থা আরও সহজ করতে উপকারভোগীদের দেওয়া হচ্ছে এই স্মার্ট ফ্যামিলি কার্ড। এসব কার্ডের চিপে উপকারভোগীর সব তথ্য থাকবে।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের মানুষদের কম দামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া সহজ ও নিশ্চিত হবে।’
কার্ড বহির্ভূত পণ্য বিতরণ আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘৯ হাজার মানুষকে পণ্য দেয়া হলেও এর বাইরে অনেক মানুষ থেকে যায়। এ সীমাবদ্ধতাটুকু স্বীকার করে নিতে হবে। তবে কীভাবে কার্ডের বাইরে পণ্য বিতরণ আরও বিস্তৃত করা যায়, সেটি নিয়ে কাজ চলছে।’
এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘আগামী জুনের মধ্যে ১ কোটি পরিবারের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে।’
এদিকে টিসিবির স্মার্ট কার্ডধারীরা প্রতি মাসে স্বল্পমূল্যে চাল, সয়াবিন তেল, মশুর ডাল, পেঁয়াজ ও চিনি পাবেন। কম দামে পণ্য পাওয়ার খুশি কার্ডধারীরা।
সারা দেশে টিসিবির বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে পরিচয় নিশ্চিত করে স্মার্টকার্ড বিতরণ করা হবে। আগামী জুনের মধ্যে পুরো ১ কোটি পরিবারকেই স্মার্ট কার্ডের আওতায় আনার লক্ষ্য টিসিবির।