১০ ফুট লম্বা অজগরটি বাঁচালেন রাকিব
টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে গহিন বনের অজগরটি ভেসে এসেছিল হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুরে। আশ্রয় নিয়েছিল একটি গাছের ডালে।
রাসেল ভাইপার আতঙ্কে থাকা স্থানীয় লোকজন সাপটি দেখতে পেয়ে খবর দেয় স্নেক রেসকিউ টিমকে।
খবর পেয়ে তড়িঘড়ি করে ছুটে আসেন টিমের সদস্য রাকিব।
তিনি অজগরটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী হাটহাজারীর গহিন বনে অবমুক্ত করা হয় সাপটি।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে সাপ উদ্ধারের ঘটনা ঘটে।
রাকিব বাংলানিউজকে জানান, সব সাপ বিষধর নয়। সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। খবর পেয়ে আমি সাপটি রেসকিউ করি।
তিনি জানান, ১০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ১২ কেজি।