২৪ ঘণ্টা পর মিলল কালুরঘাটে নিখোঁজ কাজলের লাশ
চট্টগ্রামের কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তে ফেরির সাথে নৌকার ধাক্কায় কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ আশরাফ উদ্দিন কাজলের (৪৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (২৩ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বিষয়টি সিভয়েস২৪-কে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে হামিদচর এলাকা থেকে নিখোঁজ আশরাফ উদ্দিন কাজলের লাশ উদ্ধার করেছি। এখন পরিবারের নিকট হস্তান্তরের জন্য নেওয়া হচ্ছে।’
এর আগে, শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তে ফেরির সাথে ধাক্কা লাগে একটি যাত্রীবাহী নৌকার। এ সময় নৌকায় থাকা আশরাফ উদ্দিন কাজল ও নূর কাদের পানিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে নুর কাদেরকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন আশরাফ উদ্দিন কাজল। ওই দিন রাত পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
পরে আজ ভোর ৬টা থেকে দ্বিতীয়দিনের মতো অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এরপর নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিলেছে কাজলের লাশ।
জানা গেছে, নিখোঁজ আশরাফ উদ্দিন কাজল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক। তাঁর বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে।