৪১ বছরে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়
রাজনীতিক ও সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, সুলতানি আমল, মোগল আমল থেকেই সংস্কৃতিতে চট্টগ্রাম স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখেছে। ব্রিটিশ আমলে কলকাতার পাশাপাশি চট্টগ্রামও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। চট্টগ্রামের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতিমনাদের অনুপ্রাণিত করতো।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ৪১ বছর পদার্পণ অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুচরিত চৌধুরী খোকনের সভাপতিত্বে পার্থ প্রতিম মহাজনের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন তির্যক নাট্যদলের আহমেদ ইকবাল হায়দার, কথক নাট্যমঞ্চের মো. আলী টিটু, নন্দিকারের মো. আব্দুল হাদী, মঞ্চমুকুটের মো. শহীদুল আলম, কত্থক নাট্য সম্প্রদায়ের বিক্রম চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের প্রণব চৌধুরী, উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের, নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা, কত্থক নাট্য সম্প্রদায়ের শাহীন চৌধুরী। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, মম চিত্তে স্কুল অ্যান্ড পারফরমিং আর্টসের নৃত্য প্রদর্শিত হয়।
শেষে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায় পরিবেশিত সুচরিত চৌধুরী খোকনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটক মঞ্চস্থ হয়।