আন্তর্জাতিক

৭ম বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও প্রথম স্থানে ফিনল্যান্ড। টানা ৭ম বারের মতো এই খেতাব পেলো দেশটি। বুধবার (২০ মার্চ) এক প্রতিবেদনে ফ্রান্স ২৪ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার প্রকাশ করা হয় ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’এর প্রকাশিত এই তালিকায় সুখী দেশগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড।

এদিকে, শীর্ষ ২০’এর তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে অসুখী দেশ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। এরপরই রয়েছে লেবানন। জিডিপি, মাথাপিছু আয়, স্বাস্থ্য, স্বাভাবিক আয়ুর প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, দুর্নীতি, সামাজিক সহযোগিতাসহ বেশ কিছু সূচককে মানদণ্ড ধরে তৈরি করা হয় এ তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *