অবৈধভাবে বালি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে সাহেদা বেগম (৫২) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
তিনি বলেন, ছদাহা হাঙর খালে মেশিন বসিয়ে বালি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে সরকারি খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ওই নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালি উত্তোলনে ব্যবহৃত মেশিনটি স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে।