রাজনীতি

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা রোববার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে আগামী রোববার (২৬ নভেম্বর)।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির এখনও নির্বাচনে আসার সুযোগ আছে। দলীয়ভাবে না আসলেও দলটির অনেকেই প্রার্থী হিসেবে অংশ নিতে চায়। শেষ পর্যন্ত কী হয় তা দেখতে অপেক্ষা করতে বলেন এ আওয়ামী লীগ নেতা।

ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের সম্পদের ক্ষতি করছে। তবে, চোরাগোপ্তা হামলা করে নির্বাচন পণ্ড করা যাবে না।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম শেষ হয়। এখন প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত কার্যক্রম চলেছে। এজন্য রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ও আজ শুক্রবার (২৪ নভেম্বর) দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আগামীকালও বসবে সভা। তারপরেই ঘোষণা আসবে কোন আসনে কে পাচ্ছেন নৌকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *