তথ্যপ্রযুক্তি

ইসরোর মহাকাশযানের সফল পরীক্ষা, কম খরচেই মহাকাশ অভিযান

মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় ‘রিইউজেবল লঞ্চ ভেহিকেল’ (আরএলভি)। আদতে পুনর্ব্যবহার্য মহাকাশযান। পৌরাণিক অ্যাখ্যানের সঙ্গে যোগসূত্র টেনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা যার নাম রেখেছেন ‘পুষ্পক’। লঙ্কার রাজা রাবণের বাহন পুষ্পক রথের এই সমনামীর এবার সফল পরীক্ষা করলেন ইসরোর বিজ্ঞানীরা।

শুক্রবার (২২ মার্চ) সকালে কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’ থেকে ‘আরএলভি এলইএক্স-০২’-র সফল অবতরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয় বলে জানানো হয়েছে।

পৃথিবীর বায়ুমণ্ডলীয় ক্ষেত্রের বাইরে পাঠানো পুষ্পককে সফলভাবে অবতরণ ক্ষেত্রে ফিরিয়ে আনা হয়।

ইসরো প্রধান এস সোমনাথের দাবি, এই সফল পরীক্ষার মাধ্যমে সস্তায় মহাকাশ অভিযান এবং মহাকাশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ করল ভারত। কারণ পুষ্পকের মতো আরএলভিকে মহাকাশ থেকে মাটিতে ফেরত আনার প্রযুক্তি ভারতের হাতে চলে এলো।

মহাকাশ থেকে ফিরিয়ে আনার পরে আবার সেটিকে নতুন করে মহাকাশে পাঠাতে পারবেন বিজ্ঞানীরা। তার ফলে মহাকাশযাত্রার খরচ কমবে। পাশাপাশি কমবে ‘মহাকাশ বর্জ্যের’ পরিমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *