পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

কাপ্তাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারী এনামুল হক এনামকে আটক করে। একইদিন অপর এক অভিযানে পেনাল কোডভুক্ত আসামী মোঃ ফারুককে আটক করতে সক্ষম হয়।

আটক আসামীদের বিরোদ্ধ মাদক আইনে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। আটক আসামীদের দ্রুত রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) থানার এসআই আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ চন্দ্রঘোনা ইউনিয়নের তালুকদার পাড়া সংলগ্ন তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা সহ এলাকার চিহ্নিত মাদক কারবারী একাধিক মামলার আসামী মোঃ এনামুল হক ফয়জুল ইসলাম প্রকাশ এনামকে (৪৪) আটক করে।

এ ব্যাপারে কাপ্তাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক এনামের বিরোদ্ধে মাদক আইনে পূর্বেও কাপ্তাই থানায় একটি মামলা রয়েছে। যার মামলা নং-০২/২৮, তারিখ-১৫/১০/২৩।

প্রসঙ্গত, আটক এনাম দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা ইউনিয়নের উল্লেখিত এলাকায় বসবাস করে মাদক কারবার করে আসছে। মাদকের কারবার করে ইতিমধ্যে লাখ লাখ টাকার মালিক বনে গেছে। তার এই মাদকের কারবারে এলাকার উঠতি বয়সের কিশোর ও বহু স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী বিপথগামী হচ্ছে। একইদিন থানা পুলিশ অপর এক অভিযানে কাপ্তাই নতুন নাজার এলাকা থেকে ৪৫৭/৩৮০ ধারার পেনাল কোড ভুক্ত আসামী মোঃ ফারুককে (২২) আটক করে। আটক আসামূদের দ্রুত জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে থানার সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *