খাতুনগঞ্জে দাম বেড়ে `স্থির` ডালের বাজার
খাতুনগঞ্জে নির্বাচন ঘিরে দাম বেড়ে যাওয়ার পর আর কমেনি ডালের দাম। ওই সময় কেজিতে ১০ থেকে ৫৩ টাকা পর্যন্ত বেড়েছিল। তবে আগের বাড়তি দামেই এখন ‘স্থির’ রয়েছে ডালের বাজার। শুধু ছোলার দাম একটু কমেছে। মানভেদে কেজিতে কমেছে ৪ থেকে ৫ টাকা।
ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, মুগডাল (মোটা) কেজি ১৪০ টাকা, মুগডাল (চিকন) ১৭০, মটরডাল ৭০, মোটা মসুরডাল (অস্ট্রেলিয়ান) ১০২, মসুরডাল (চিকন) ১২৮, ছোলা মানভেদে ৯৮ ও ৮৭ টাকায় বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘এখন খাতুনগঞ্জের ব্যবসা চলে গেছে মাফিয়াদের হাতে। বিশেষ করে সোনা মার্কেটের সামনে স্লিপ বিক্রি করে নানা কারসাজি করা হয়। পণ্য পণ্যের জায়গায় থাকে। তারা শুধু কাগজের উপর ভিত্তি করে বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে।’
রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাইরে থেকে জিনিসপত্র (ডাল-ছোলা) না এলে আবারও রমজানকে কেন্দ্র করে দাম বেড়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহ এবং পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমাদের বেচাবিক্রিও কমে গেছে। যারা আগে এক বস্তা; দুই বস্তা করে ডাল নিয়ে যেত তারাও নিতে আসছে না। কারণ, একদিকে শৈত্যপ্রবাহ আবার অন্যদিকে বাড়তি দামে পণ্য নিয়ে যাওয়ার মতো সেই সক্ষমতা নেই অনেকের। পণ্যের দাম বেড়ে গেছে, আয় তো বাড়েনি। আয় না বাড়লে বাড়তি দামে জিনিস নিবে কিভাবে।’
এদিকে, চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘রমজানকে কেন্দ্র করে খাতুনগঞ্জে পণ্যের সরবরাহ বেড়ে গেছে। তাই রমজানে পণ্যের দাম বাড়ার কোনো শঙ্কা নেই।’