আনোয়ারাচট্টগ্রাম

আনোয়ারায় হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

আনোয়ারার দেয়াং পাহাড়ে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত মো. বদর উদ্দীনের (২৯) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘ ২৯ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাতে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের পাশে পাহাড়ের পাদদেশে সহপাঠীদের সাথে আড্ডা দেওয়ার সময় দেয়াং পাহাড়ে অবস্থানরত একটি বন্যহাতি তাদের উপর আক্রমণ করে। এতে বদরুদ্দীন গুরুতরভাবে আহত হোন।

নিহত বদরুদ্দীন স্থানীয় নুরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় ইলেকট্রনিক্স মিস্ত্রি ছিলো। তার পরিবারে মা ও এক ভাই এক বোন রয়েছে।

নিহতের স্বজন থেকে জানা যায়, হাতির আক্রমণে বদরুদ্দীন আহত হলে তাকে ওই দিনই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৯ দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জালড়ে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেয়াং পাহাড়ে অবস্থানরত হাতিগুলো প্রায় সময় লোকালয়ে এসে ফসল ও মানুষের ঘর বাড়িতে হামলা চালায়। গত পাঁচ বছরে হাতির আক্রমণে উপজেলায় ৮ থেকে ১০ জনের মৃত্যু হলেও বন বিভাগ হাতিগুলো তাড়ানোর কোন ব্যবস্থা নিচ্ছেনা। রাত হলেই হাতিগুলো প্রায় সময় লোকালয়ে এসে ফসল ও মানুষের ঘর বাড়িতে হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *