জরিমানা গুণল দুই নম্বর গেটের ৪ দোকান
মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে নগরীর চার দোকান গুণল ২৬ হাজার টাকা জরিমানা। ২ নম্বর গেট এলাকার কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে নিয়মিত পর্যবেক্ষণে নেমে এ চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর।
রোববার মূল্যতালিকা না থাকা, ক্রয়-বিক্রয়ের রশীদ না থাকাসহ নানা অভিযোগে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জানান, তরমুজের ক্রয় রশিদ না থাকায় বিসমিল্লাহ ফল বিতানকে ৫ হাজার টাকা, মূল্য তালিকায় খেজুরের মূল্য না থাকায় ভাই ভাই অর্গানিক ফুডসকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আব্দুল মান্নান ফল বিতানকে ৪ হাজার টাকা এবং ঘি’র কৌটায় মূল্য না থাকা ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় দেশি ডেইরিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ এবং মো. আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল।