থানচিতে ট্রাক লক্ষ্য করে গুলি
বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত সড়কের কাজে নিয়েজিত একটি ট্রাক লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে চারটি ট্রাক থানচি সীমান্ত সড়কের ৪৫ কিলোমিটার এলাকায় নির্মাণ কাজের জন্য ইট রেখে দুর্গম পথ অতিক্রম করে থানচি বাজারে আসছিল। পথে সীমান্ত সড়কের ৮ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত ট্রাক লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে একটি ট্রাকের বডির বিভিন্ন অংশ ফেটে গেলে চালকেরা দ্রুত গাড়ি চালিয়ে থানচি বাজারে চলে আসেন। এতে একটি ট্রাকের বডি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ট্রাকে গুলি লাগার খবর পেয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।