নদভীর স্ত্রীর গাড়ি বহরে হামলা, ইউপি চেয়ারম্যানসহ আহত ২৫
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সমর্থকদের সশস্ত্র হামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীসহ ২০/২৫ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এতে নদভীর শ্যালক ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার চরতি ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর পক্ষে চরতী ইউনিয়নে গাড়ি বহর নিয়ে প্রচারণা চালাতে যান তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। প্রচারণা করতে গিয়ে কাটাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। এ সংঘর্ষে নদভীর স্ত্রী, সাতকানিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং চরতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী গুরুতর আহত হন।
নৌকার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা গণমাধ্যম কর্মীদের জানান, ‘আমরা প্রচারণা চালাতে গেলে স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের অনুসারীরা হামলা করেন। শুধু আজকে না। তারা প্রতিনিয়ত নৌকার সমর্থকদের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে।
এর আগে গত বুধবার রাত ১২ টায় নদভীর সমর্থকরা ঢেমশায় স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি চালিয়েছিল।