চট্টগ্রামপটিয়া

পটিয়ায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম: পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে হাসপাতালে চিকিৎসককে মারধরের মামলায় রফিক হাসান (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার (১০ এপ্রিল) রাতে পটিয়া পৌরসভার বেসরকারি পটিয়া জেনারেল হসপিটালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এসময় কর্তব্যরত ডা. রক্তিম দাশ শরীর ও মাথায় আঘাত পেয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে পটিয়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এস এইচ খাদেমী বাদি হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দকে হুকুমের আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে আছেন- মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মুকুল, মোহাম্মদ টিপু, রফিক হাসান, মোহাম্মদ সৈয়দ সহ ১০-১২ জন।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে সনাক্ত করে রফিক হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *