পেকুয়ায় অপহৃত যুবককে উদ্ধার করলো সেনাবাহিনী
কক্সবাজারের পেকুয়া চৌমুহনী এলাকা থেকে অপহরণ হওয়া এক যুবককে চট্টগ্রামের বাঁশখালী থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
উদ্ধার মো. বাবু (১৯) পেকুয়া চৌমুহনী এলাকার রাসেলের ছেলে। বুধবার (৭ আগস্ট) সকালে তাকে চৌহমুনী গ্যাস পাম্প থেকে অজ্ঞাতনামা কয়েকজন অপহরণকারী অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
জানা যায়, অপহরণকারী চক্রটি অপহরণের পর তার ফোন নম্বর থেকে পরিবারকে ফোন দিয়ে ৫৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেয়।
বিষয়টি তার পরিবার শহীদ জিয়া বিএমআই ইনস্টিটিউটে অস্থায়ী আর্মি ক্যাম্পে জানালে তাৎক্ষণিক দায়িত্বরত সেনা অফিসার ক্যাপ্টেন আসিফের নেতৃত্বে লোকেশন ট্র্যাক করে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত ১১টায় বাবুকে উদ্ধার করা হয়।
এদিকে, অভিযানের বিষয় আগে থেকে টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী তার পরিবারের নিকট তাকে হস্তান্তর করে।