পার্বত্য চট্টগ্রাম

বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

রাঙামাটির লংগদুতে রাজনগর (৩৭ বিজিবি) জোনের অভিযানে চোরাই পথে পাচারকালে দু’টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে একদল গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে গরু নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে তেমাথা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় যুবলক্ষীপাড়া নামক স্থানে অবস্থানের খবর পায় বিজিবি।

জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে তেমাথা বিজিবি ক্যাম্প যুবলক্ষীপাড়া, রহমতপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করে।

এ বিষয়ে জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম বলেন, দেশীয় গরুর খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী এবং সকল প্রকার অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *